সালাহ বিহীন মিশর হারল উরুগুয়ের কাছে

সালাহ বিহীন মিশর হারল উরুগুয়ের কাছে

ঢাকা, ১৫ জুন (জাস্ট নিউজ) : ম্যাচের আগে নিশ্চয়তা দিলেও রাশিয়া বিশ্বকাপে মিশরের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মোহাম্মদ সালাহ। তাকে ছাড়াই লুইস সুয়ারেস, এডিনসন কাভানিদের বিপক্ষে দারুণ লড়াই করল ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা দলটি। শুরু থেকে বল ছিল উরুগুয়ের দখলে। আস্তে আস্তে উভয় পক্ষই শুরু করে আক্রমণ। প্রথমার্ধ কাটে গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধেও কোনো দল গোলের দেখা পাচ্ছিল না।

৮৯তম মিনিটে সুয়ারসের থেকে বল পেয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন এডিনসন কাভানি। অবশেষে ম্যাচের ৯০তম মিনিটে ম্যাচের উরুগুয়েকে গোলের মুখ দেখান হোসে হিমেনেজ। অবাক করা ব্যাপার হলো, হিমেনেজ একজন ডিফেন্ডার! তার হেড থেকে দারুণ এক গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল উরুগুয়ে। বিশ্বকাপে ৬ আসর পর নিজেদের প্রথম ম্যাচে জয় পেল দুইবারের চ্যাম্পিয়নরা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০২৭ঘ.)