আজকের গুরুত্বপূর্ণ ৩ খেলা

আজকের গুরুত্বপূর্ণ ৩ খেলা

ঢাকা, ২২ জুন (জাস্ট নিউজ) : বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর চলছে রাশিয়ায়। বিশ্বের তারকা খেলোয়াড়দের চমকের পাশাপাশি এবারের আসরে এরইমধ্যে ঘটেছে বেশ কয়েকটি অঘটনও।

বিশ্বকাপের ২১তম আসরে এরইমধ্যে ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাঠে গড়াবে আরও তিনটি ম্যাচ। এতে মুখোমুখি হবে, ব্রাজিল-কোস্টারিকা, নাইজেরিয়া-আইসল্যান্ড ও সার্বিয়া-সুইজারল্যান্ড।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সেইন্ট পিতার্সবুর্গে নামবে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল ও কোস্টারিকা। গ্রুপ ‘ই’ থেকে এক ম্যাচে এক ড্র নিয়ে ব্রাজিল তালিকার দ্বিতীয় স্থানে আছে। তাদের প্রতিপক্ষ কোস্টারিকা এক ম্যাচে এক হার নিয়ে আছে গ্রুপের তলানিতে।

এরপর রাত ৯টায় ভলগোরোদ অ্যারেনায় মুখোমুখি হবে নাইজেরিয়া ও আইসল্যান্ড। গ্রুপ ‘ডি’ তে এক ম্যাচে এক হার নিয়ে নাইজেরিয়ার অবস্থান সবার শেষে। তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড এক ম্যাচে এক ড্র নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। এ ম্যাচের দিকে নজর রাখবে গ্রুপের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। গতকাল ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে অনেকটাই ব্যাকফুটে মেসির দল।

রাত ১২টায় কালিনিনগ্রাদে মুখোমুখি হবে সার্বিয়া ও সুইজারল্যান্ড। গ্রুপ ‘ই’ থেকে এক ম্যাচে এক জয় নিয়ে সার্বিয়ার অবস্থান সবার উপরে। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড এক ম্যাচে এক ড্র নিয়ে আছে তালিকার তৃতীয় অবস্থানে।

(জাস্ট নিউজ/এমআই/১২৩০ঘ.)