টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে কলম্বিয়া-পোল্যান্ড

টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে কলম্বিয়া-পোল্যান্ড

ঢাকা, ২৬ জুন (জাস্ট নিউজ) : টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে কলম্বিয়া ও পোল্যান্ড। কলম্বিয়া ও পোল্যান্ড দুই দলই আজ একাদশে চারটি করে পরিবর্তন এনেছে। রাশিয়া বিশ্বকাপে রবিবার ‘এইচ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত বারোটায়। এখন ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে গোলশূন্য সমতা রয়েছে।

আজকের ম্যাচে যারা হারবে তারা বিদায় নিবে। যারা জিতবে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা টিকে থাকবে। আর ম্যাচটি যদি ড্র হয় তাহলে দুই দলেরই দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে। এর আগে জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল কলম্বিয়া। আর সেনেগালের কাছে ২-১ গোলে হেরেছিল পোল্যান্ড।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ জুন। নকআউট পর্বের খেলা শুরু হবে ৩০ জুন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও বেলজিয়াম। বিদায় নিশ্চিত হয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু, কোস্টারিকা, পানামা ও তিউনিসিয়ার।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/০০১৬ঘ.)