তহুরার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

তহুরার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

ঢাকা, ১৩ আগস্ট (জাস্ট নিউজ) : মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে গ্রুপ পর্বের খেলায় নেপালের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা স্ট্রাইকার তহুরা খাতুন।

এই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ চলে যাবে সেমি ফাইনালে। আগের ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েই সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটা পরিষ্কার করেছে তারা।

সোমবারের ম্যাচে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণ করেছে তারা নেপালের গোল পোস্টে। তবে নেপালও সুযোগ পেয়েছিলো। প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে নেপালের ফ্রি-কিক বাংলাদেশের গোল পোস্টের ক্রসবারে লেগে ফিরে আসে।

পুরো ৪৫ মিনিট গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ইনজুরি টাইমে সৌভাগ্য ধরা দেয় বাংলাদেশের মেয়েদের হাতে। ১০ নম্বর জার্সিধারী তহুরার শট জড়ায় নেপালের জালে।

(জাস্ট নিউজ/একে/২০০৮ঘ.)