হারানো সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

হারানো সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

ঢাকা, ২৩ আগস্ট (জাস্ট নিউজ) : ট্রেন্ট ব্রিজে দুরন্ত ব্যাটিংয়ের ফলে হারানো সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি৷ স্টিভ স্মিথকে পিছনে ফেলে ফের টেস্টে ফের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের শিরোপা ছিনিয়ে নিলেন ভারত অধিনায়ক৷

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট প্রথম ইনিংসে ৯৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের দারুণ ইনিংস খেলে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন ভারত অধিনায়ক৷ এর ফলে ক্যারিয়ারে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করে ফের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠলেন বিরাট৷

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টেও বিরাটের ব্যাট থেকেও এসেছিল ২০০ রান (প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি)৷ কিন্তু লর্ডসে দ্বিতীয় টেস্টে অবশ্য বড় রান পাননি ক্যাপ্টেন কোহলি৷ ক্রিকেট মক্কায় বিরাটের অবদান ছিল ২৩ ও ১৭৷ কিন্তু ট্রেন্ট ব্রিজে ফের স্বমহিয়ায় ফিরলেন ভারত অধিনায়ক৷

ক্যারিয়ারে সেরা রেটিং পয়েন্ট (৯৩৭) নিয়ে বিশ্বের সর্বকালের সেরা রেটিং পয়েন্টের তালিকায় প্রথম একাদশে ঢুকে পড়লেন কোহলি৷ এখনও পর্যন্ত কেরিয়ারে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট রয়েছে কিংবদন্তি অজি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের (৯৬১)দখলে৷ তার পর রয়েছেন আর এক অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ (৯৪৭)৷ তার পর রয়েছেন যথাক্রমে লেন হটন (৯৪৫), জ্যাক হবস ও রিকি পন্টিং (৯৪২), পিটার মে (৯৪১) এবং গ্যারি সোবার্স, ক্লাইড ওয়ালকট,ভিভিয়ান রিচার্ডস এবং কুমার সঙ্গাকারা (৯৩৮)৷ আর একাদশ খেলোয়াড় হিসেবে এই তালিকায় ঢুকে পড়লেন বিরাট৷

আর বোলারদের মধ্যে এক নম্বরে নিজের জাায়গা ধরে রেখেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন৷ আর অল-রাউন্ডার হিসেবে সিংহাসনে নিজের জায়গা অটুট রেখেছেন বাংলাদেশের শাকিব-আল হাসান৷

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২০০ঘ.)