সিটির বিপক্ষে ইউনাইটেডের ড্র

সিটির বিপক্ষে ইউনাইটেডের ড্র

ঢাকা, ২৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ইংলিশ প্রিমিয়ার লিগে লজ্জার মুখেই পড়তে যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হোসে লিনগার্ডের দারুণ নৈপুণ্যে সম্মান রক্ষা হয় রেড ডেভিলদের। মঙ্গলবার ঘরের মাঠে বার্নলির বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে খেলার তৃতীয় মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের স্তব্ধ করে অ্যাশলে বার্নসের গোলে এগিয়ে যায় বার্নলি। এরপর ৩৬তম মিনিটে বার্নলির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্টিভেন ডিপো।

বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে হাসি ফোটান লিনগার্ড। ৫৩তম মিনিটে তার গোলে ব্যবধান কমায় হোসে মরিনহোর দল। এরপর যোগ করা সময়ে লিনগার্ডের গোলেই নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই ড্রয়ের পরও ম্যানচেস্টার সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পিছিয়ে থেকে ম্যানচেস্টার ইউনাইটেড দুই নম্বরে রয়েছে। ইউনাইটেডের পয়েন্ট ৪৩। বুধবার নিউ ক্যাসলের বিপক্ষে জিতলে ব্যবধান আরো বাড়াতে পারবে সিটি।

(জাস্ট নিউজ/ওটি/১০১৪ঘ.)