পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

ঢাকা, ৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চ্যানেল নাইন।

নিজেদের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও একই ফল চায় লাল-সবুজ জার্সিধারীরা। যদিও নেপালকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছে শক্তিশালী পাকিস্তান। দুই দলের তাই সমান ৩ পয়েন্ট। যদিও গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

উল্লেখ্য, ১৬ বারের মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান। ছয়টি করে জয় বাংলাদেশ ও পাকিস্তানের, বাকি চারটি ড্র। সাফের পরিসংখ্যানেও কেউ কারও চেয়ে এগিয়ে নেই। দুটি করে জয় বাংলাদেশ ও পাকিস্তানের। বাকি দুই ম্যাচ ড্র। অবশ্য ২০১৩ সালে কাঠমান্ডুতে সাফের শেষ দেখায় পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

(জাস্ট নিউজ/একে/১৯৫০ঘ.)