পিসিবি থেকে শোয়েব আখতারের পদত্যাগ

পিসিবি থেকে শোয়েব আখতারের পদত্যাগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার আগেই সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার টুইটারে লেখেন, ইমরান ভাই পাকিস্তানের দিন বদল এনে দেবেন। কিন্তু সেই দিন বদলের বলি যে শোয়েব আখতারও হবেন তা তিনি নিজেও আঁচ করতে পারেননি।

ইমরান খান প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই পাকিস্তান বোর্ডের (পিসিবি) পরিবর্তন শুরু হয়। ইমরান খান ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে পিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ করেন নাজাম শেঠি। পিসিবির উপদেষ্টার পরিষদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেস বোলার শোয়েব আখতারও।

সম্প্রতি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, আমি এই দায়িত্ব আর পালন করতে পারব না। কারণ, পিসিবির শাসন ব্যবস্থায় পরিবর্তনের এমন সময় কাজ করা অনৈতিক।

(জাস্ট নিউজ/এমআই/২০৪২ঘ.)