হাথুরুকে হারাতে চান তামিম

হাথুরুকে হারাতে চান তামিম

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : দুবাইয়ে বিকেলেও তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি। রাতে শিশির পড়ে। মাশরাফি মুর্তজারা অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ।

এদিকে এশিয়া কাপ দিয়ে আবারও আলোচনায় বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ভিসা জটিলতা কাটিয়ে তামিম ইকবাল বুধবার দুবাই পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি বললেন শ্রীলংকাকে হারাতে চাই। তামিম বলেন, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে (হাথুরুসিংহে) হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, কোনো প্রতিশোধ নেয়ার জন্য নয়।’

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শ্রীলংকা ছাড়া অন্য দলগুলোর বিপক্ষেও ভালো করার লক্ষ্য তামিমের। তিনি বলেন, ‘শুধু শ্রীলংকাকে হারানোর কথা ভাবলে চলবে না। ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনোসংযোগ করতে হবে।’

সাবেক কোচের ব্যাপারে তামিমের মূল্যায়ন ইতিবাচক, ‘আমরা তার সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন তিনি। কেউ তার কাছ থেকে এ কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।’

সময়মতো ভিসা না পাওয়ায় তামিম ও রুবেল হোসেন দলের সঙ্গে দুবাই যেতে পারেননি। দু’দিন অপেক্ষার পর তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভিসা জটিলতায় আটকে ছিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। অবশেষে জটিলতা দূর হয়েছে। খালেদ মাহমুদ বৃহস্পতিবার দুবাই পৌঁছেছেন। মিনহাজুল গেছেন কাল রাতের ফ্লাইটে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান যাবেন আজ রাতে।

দেশ ছাড়ার আগে মিনহাজুল বলেন, ‘কন্ডিশন নিয়ে এখান থেকেই কোচ এবং অন্যদের সঙ্গে আলোচনা হয়েছে। যারা আছেন তারা এরই মধ্যে একাদশ নির্বাচন নিয়ে একটি পর্যায়ে চলে আসতে পেরেছেন। আরও একদিন সময় রয়েছে হাতে। টিম ম্যানেজমেন্ট ভাববার সময় পাবে।’

(জাস্ট নিউজ/এমআই/১০৪০ঘ.)