ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ২১ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ভারতের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম চারটি ওভার ভালোই পার করে তারা। কিন্তু পঞ্চম ওভারে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। পরের ওভারে ফেরেন নাজমুল হোসাইন শান্ত। এরপর ভালো শুরু করেও দ্রুত ফিরে যান সাকিব আল হাসান।

সর্বশেষ খবর পর্যন্ত ৩৭.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাশরাফি বিন মর্তুজা এবং মেহেদি মিরাজ।

পঞ্চম ওভারে মিড উইকেটে ফিল্ডার নিয়ে বাউন্স বল করেন ভুবনেশ্বর। ফাঁদে পা দিয়ে ফেরেন লিটন। দলের ১৫ রানে তার আউপের পর ১৬ রানে ফেরেন শান্ত। তাদের আউটের পর ক্রিজে আছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। এরপর সাকিব দলের ৪২ রানে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন। পরপর দুই চার মারের তিনি। পরের বলে জাদেজাকে উইকেট বিলিয়ে ফেরেন।

এরপর শ্রীলংকার বিপক্ষে ভালো জাটি গড়া মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিমে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফেরেন মিঠুন। ৬০ রানে ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে উদ্ধার করতে পারেননি সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া মুশফিক। নিজের ২১ রানে সেট হয়ে ফেরেন তিনি। দলের রান তখন ৬৫।

এরপর মাহমুদুল্লাহর ব্যাটে লড়াইয়ের রান প্রত্যাশা করছিল বাংলাদেশ দল। কিন্তু তিনিও সেট হয়ে ফিরে যান। দলীয় ১০১ রানে নিজের ২৫ রানে ফেরেন তিনি। আম্পায়ারের ভুলে ব্যাট-প্যাড হওয়া বলে এলবিডব্লিউ দিয়ে দেন আম্পায়ার। এরপর দলে রান যোগ হবার আগেই ফেরেন মোসাদ্দেক। তিনি করেন ১২ রান।

বাংলাদেশ এ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন মুস্তাফিজুর এবং মুশফিকুর। আগের ম্যাচে দলে থাকা মুমিনুল এবং পেসার আবু হায়দার নেই এ ম্যাচে।

ভারত এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার রাভেন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়ার বদলে দলে ফিরেছেন তিনি। এছাড়া ভারত এ ম্যাচে দুই পেসার নিয়ে খেলছে। স্পিনার আছেন তিনজন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, এমএস ধোনী, কেদার যাদব, রাভেন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০১৭ঘ.)