সিলেটে ভিপি মাহবুব গ্রেপ্তার

সিলেটে ভিপি মাহবুব গ্রেপ্তার

ঢাকা, ২৯ এপ্রিল (জাস্ট নিউজ) : ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার ভোরে শহরতলীর মেজরটিলা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে সিলেট মহানগর পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকালে নগরীর বিক্ষোভ করেছে ছাত্রদল। এ সময় তারা মাহবুবুলের মুক্তির দাবি জানান।

সিলেটের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন-মাহবুবুল হক চৌধুরীর বিরুদ্ধে ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি গাড়ি পোড়ানোর মামলা রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন মাহবুব। তাকে গ্রেপ্তারে এর আগেও নগরীর উপশহর এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু পায়নি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, মাহবুবুল হক চৌধুরীকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। এদিকে- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন- আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখা যাচ্ছে। দিন-দুপুরে কুপিয়ে মানুষ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনী দেখে না অথচ ছাত্রদলের নিরীহ মেধাবী ছাত্রনেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী উদগ্রীব থাকে। রাজনৈতিক শিষ্টাচারকে এই অবৈধ সরকার নির্বাসনে পাঠিয়েছে। অবৈধ সরকার নিজেকে জাতীয় সরকার মনে না করে দলের সরকার মনে করে, তাই তারা অবলীলায় পুলিশ বাহিনীকে রাজনৈতিক, বাণিজ্যিক এমনকি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে। জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার রাষ্ট্রীয় বাহিনী হিসেবেই দেখতে চায়, যারা সব রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে শুক্রবার তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে বের হয়ে চৌহাট্টায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান দিপুর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু আহমেদ আনসারীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, মাহবুবুল হক চৌধুরী অবৈধ সরকার বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী নেতা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবদুল মজিদ, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওসমান গণি, রুনু আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, সোহেল রানা, দিলদার হোসেন শামীম, জিয়াউর রহমান জিয়াব, রুবেল আহমদ, সেলিম মিয়া, এনামুল হক ঝুমন, ইমন আহমদ, ফয়সল আহমদ, রহমত হোসেন রকিব, সাইদুর রহমান সাইদ, আফজল হোসেন, মাহবুবুল আলম সৌরভ, চৌধুরী সোবহান আজাদ, ফরহাদ আহমদ চৌধুরী, জানিবুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান বিপ্লব, রিপন আহমদ, সরাজ আহমদ, মামুনুর রশীদ মামুন, কামরান উদ্দিন অপু, মাহমুদুল হাসান, আজমীর হোসেন, ইমন আহমদ ইমন, সানোয়ার হোসেন সজীব, হাফিজ আহমদ সুজন, আবুল কাশেম, বখতিয়ার হোসেন, ইমরান আহমদ রাফি, আতিকুর রহমান পরান, সোহেল আহমদ, আক্কাস আলী, মামুন আহমদ, দিনার আহমদ শুভ, সায়েদ আহমদ, মামুন ইবনে মাছুম, রাসেল আহমদ, সাদের হোসেন মনি, শিপু আহমদ, আলী আহমদ, জাহেদ আহমদ, মামুন, শরীফ, মকবুল হোসেন, এস এ তাহের, জাহাঙ্গীর আহমদ, পারভেজ আহমদ প্রমুখ।

 

ঢাকা, ২৯ এপ্রিল (জাস্ট নিউজ) : ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার ভোরে শহরতলীর মেজরটিলা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে সিলেট মহানগর পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকালে নগরীর বিক্ষোভ করেছে ছাত্রদল। এ সময় তারা মাহবুবুলের মুক্তির দাবি জানান।

সিলেটের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন-মাহবুবুল হক চৌধুরীর বিরুদ্ধে ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি গাড়ি পোড়ানোর মামলা রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন মাহবুব। তাকে গ্রেপ্তারে এর আগেও নগরীর উপশহর এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু পায়নি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, মাহবুবুল হক চৌধুরীকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। এদিকে- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন- আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখা যাচ্ছে। দিন-দুপুরে কুপিয়ে মানুষ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনী দেখে না অথচ ছাত্রদলের নিরীহ মেধাবী ছাত্রনেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী উদগ্রীব থাকে। রাজনৈতিক শিষ্টাচারকে এই অবৈধ সরকার নির্বাসনে পাঠিয়েছে। অবৈধ সরকার নিজেকে জাতীয় সরকার মনে না করে দলের সরকার মনে করে, তাই তারা অবলীলায় পুলিশ বাহিনীকে রাজনৈতিক, বাণিজ্যিক এমনকি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে। জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার রাষ্ট্রীয় বাহিনী হিসেবেই দেখতে চায়, যারা সব রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে শুক্রবার তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে বের হয়ে চৌহাট্টায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান দিপুর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু আহমেদ আনসারীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, মাহবুবুল হক চৌধুরী অবৈধ সরকার বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী নেতা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবদুল মজিদ, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওসমান গণি, রুনু আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, সোহেল রানা, দিলদার হোসেন শামীম, জিয়াউর রহমান জিয়াব, রুবেল আহমদ, সেলিম মিয়া, এনামুল হক ঝুমন, ইমন আহমদ, ফয়সল আহমদ, রহমত হোসেন রকিব, সাইদুর রহমান সাইদ, আফজল হোসেন, মাহবুবুল আলম সৌরভ, চৌধুরী সোবহান আজাদ, ফরহাদ আহমদ চৌধুরী, জানিবুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান বিপ্লব, রিপন আহমদ, সরাজ আহমদ, মামুনুর রশীদ মামুন, কামরান উদ্দিন অপু, মাহমুদুল হাসান, আজমীর হোসেন, ইমন আহমদ ইমন, সানোয়ার হোসেন সজীব, হাফিজ আহমদ সুজন, আবুল কাশেম, বখতিয়ার হোসেন, ইমরান আহমদ রাফি, আতিকুর রহমান পরান, সোহেল আহমদ, আক্কাস আলী, মামুন আহমদ, দিনার আহমদ শুভ, সায়েদ আহমদ, মামুন ইবনে মাছুম, রাসেল আহমদ, সাদের হোসেন মনি, শিপু আহমদ, আলী আহমদ, জাহেদ আহমদ, মামুন, শরীফ, মকবুল হোসেন, এস এ তাহের, জাহাঙ্গীর আহমদ, পারভেজ আহমদ প্রমুখ।

বিএনপি মহাসচিবের নিন্দা

এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি শফিউল বারী বাবু গ্রেপ্তার এবং শনিবার রমনা থানার ৩টি মিথ্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আমি শফিউল বারী বাবু’র বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তার রিমান্ড বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

এছাড়া শুক্রবার ভোরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী (ভিপি মাহবুব), নওগাঁ জেলাধীন সাঁপাহার সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা ছাত্রদলের সদস্য মোঃ তারেক এবং সাঁপাহার ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য আরিফ বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের ওপর পুলিশী নির্যাতনও চালানো হয়েছে। আমি তাদেরকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

জাস্ট নিউজ/এমআই/০৯৪৮ঘ.)