মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ: নিহত ৬

মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ: নিহত ৬

মৌলভীবাজার, ৭ জুলাই (জাস্ট নিউজ) : মৌলভীবাজারে যাত্রীবাহী একটি সিএনজির সাথে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নাদামপুরের এ দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সদর উপজেলার শেরপুর থেকে মৌলভীবাজার যাওয়ার পথে নাদামপুর এলাকায় যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়।

এ সময় সিএনজি যাত্রী নাহিদ তালুকদার (২২) ও চালক লায়েক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। নিহত নাহিদের বাড়ি শেরপুরে এবং লায়েছের বাড়ি সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত ৭ নারী, পুরুষ ও শিশুকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

এরপর হাসপাতালে পৌঁছালে সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে মৃতরা হলেন- জাহাঙ্গির তালুকদার (৩৮), সাজনা বেগম (২৮), শাহাদাৎ তালুকদার (২৬), সায়িফ আহমদ।

গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- ইয়াছমিন বেগম (৩০), নুরজাহান বেগম (৩), মোস্তাক মিয়া (৪)।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় দুর্ঘটনায় ৬ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আবু সাঈদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত গণমাধ্যমকে জানান, মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

(জাস্ট নিউজ/একে/২০৫০ঘ.)