বিক্ষোভে উত্তাল শাবি, চলছে ছাত্রধর্মঘট

বিক্ষোভে উত্তাল শাবি, চলছে ছাত্রধর্মঘট

সিলেট, ৫ আগস্ট (জাস্ট নিউজ) : রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই সাথে চলছে সর্বাত্মক ছাত্র ধর্মঘট।

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে দিনের কর্মসূচি ঘোষণা করেন।

রবিবার সকাল ৭টা থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রবল বর্ষণের মধ্যেও ফটকের সামনে অবস্থান করতে থাকেন শত শত শিক্ষার্থী।

সকাল ৯টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান গিয়ে ছাত্রদের সাথে একাত্মতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা তাদের পাশি আছি। পাশপাশি কেউ যাতে বাইরে থেকে এসে বিশৃংখলা করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডাকা ছাত্রধর্মঘটের মধ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল শুরু করলেও সকাল ১০টার পরে আর কোনো বাস চলতে দেখা যায়নি।

(জাস্ট নিউজ/এমআই/১৩২০ঘ.)