ঘরের মধ্যে মাছ চাষ করে সাফল্যের অনন্য নজির

ঘরের মধ্যে মাছ চাষ করে সাফল্যের অনন্য নজির

মাছ চাষে এখন আর পুকুরের প্রয়োজন থাকছে না। চলে এসেছে কম খরচে অল্প জায়গায় অধিক ঘনত্বের আধুনিক প্রযুক্তি রিসাইক্লিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা রাস এবং আরো অধিক ঘনত্বে অভিনব পদ্ধতির মাছ চাষ বায়োফ্লকও।

এই দুই পদ্ধতিতে ঘরের মধ্যে মাছ চাষ করে সাফল্যের অনন্য নজির গড়েছেন রাজশাহীর কাটাখালির ইমদাদুল হক। রিসার্কুলেটেড অ্যাকুয়াকালচার সিস্টেম রাস এবং বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ এখন উন্নত বিশ্বের ধারাবাহিকতায় বাংলাদেশেও শুরু হয়ে গেছে।

বিশেষজ্ঞ পর্যায়ে এই মাছ নিয়ে যখন নানামুখি গবেষণা এখনও শেষ হয়নি, তখন প্রাণান্ত উদ্যোম আর আন্তরিকতায় নিজের মতো করে এই দুই পদ্ধতিতে মাছ চাষ ব্যবস্থাটিকে সাজিয়ে নিয়েছেন রাজশাহীর কাটাখালীর মো. ইমদাদুল হক।

অভিনব এই পদ্ধতি অনুসরণ করে খুব কম জায়গায় অল্প খরচে অধিক মাছ উৎপাদন করছেন তিনি। তার এই সাফল্য এখন বিস্ময়ের সৃষ্টি করেছে অন্যদের মাঝেও।

ইমদাদুল হকের কাছে এখন সামগ্রিক উন্নতির প্রশ্নে প্রযুক্তির সঙ্গে গভীর সখ্যতার মধ্য দিয়ে মাছ চাষ করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া।

এমজে/