দিনাজপুরে সরিষা চাষ বাড়ছে

দিনাজপুরে সরিষা চাষ বাড়ছে

ঢাকা, ৪ মার্চ (জাস্ট নিউজ) : দিনাজপুরে সরিষা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। মৌসুমের শুরুতে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থাকলেও ফলনে তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। মাটির সুরক্ষায় সরিষা চাষের উপকারিতাও বুঝেছেন কৃষক।

জেলার বিভিন্ন এলাকায় সরিষা ফুলের সমাহার। গত বছর আশানরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় এবার আরও বেশি জমিতে কৃষক চাষ করেছেন সরিষা।

সরিষা থেকে অনেক কৃষক মধু সংগ্রহ করছেন। এতে বাড়তি আয়ের পাশাপাশি সরিষার ফলনও পাওয়া গেছে ভালো।

এ বছর আট হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য ধরে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৩ হাজার হেক্টর জমিতে।

(জাস্ট নিউজ/এমআই/১৫৪৮ঘ.)