চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত চাষিরা

চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত চাষিরা

চাঁপাইনবাবগঞ্জ, ১৬ মার্চ (জাস্ট নিউজ) : আম বাগানগুলোতে মুকুল পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের চাষীরা। মৌসুমের শুরুতে শীতের প্রকোপ বাড়ায় এবার মুকুল আসতে কিছুটা দেরি হলেও এখন গাছে গাছে দেখা যাচ্ছে আমের মুকুল।

আমচাষিরা জানায়, দেরিতে মুকুল আসলেও একসাথে মুকুল আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের উৎপাদন অনেক ভালো হবে।

কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে দেরিতে মুকুল আসার প্রভাব পড়বে না আম উৎপাদনে। আগামী কিছুদিন আবহাওয়া অনূকুলে থাকলে এবারও আমের ফলন ভালো হবে।

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, এবার চাঁপাইনবাবগঞ্জে ২৯ হাজার ৫১০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং ২২ লাখ ৭২ হাজার আম গাছ রয়েছে। যা গেলোবারের চেয়ে ৩ হাজার ৩৬০ হেক্টর বেশি। আর গেলোবছর জেলায় আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

(জাস্ট নিউজ/ডেস্ক/এমআই/১০০০ঘ.)