আন্দোলনে হালদা রক্ষা কমিটি

হালদায় দূষণে ভেসে উঠছে মরা মাছ

হালদায় দূষণে ভেসে উঠছে মরা মাছ

চট্টগ্রাম, ২৯ জুন (জাস্ট নিউজ) : চট্টগ্রামে দেশের একমাত্র মৎস্য প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষার দাবি জানিয়েছে হালদা রক্ষা কমিটি।

শুক্রবার সকালে এ দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সকালে দেখা যায়, হালদা নদীতে ভেসে উঠছে বড় বড় রুই, মৃগেল থেকে মরা আইড় মাছ। এ জাতীয় মাছের ডিম প্রাকৃতিকভাবে আহরণের এটিই একমাত্র নদী। তবে বহুদিন ধরেই চট্টগ্রামের শিল্পকারখানার দূষণে নদীটি বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্পকারখানার বর্জ্য, বিষাক্ত তেল, গ্যাস, রাসায়নিকের প্রভাবেই নদীটির মৎস্য সম্পদের এখন বিপর্যয়।

বক্তারা জানান, এটা যে শিল্পকারখানার দূষণেরই ফল, তার প্রমাণ দেয় পানিতে ভেসে থাকা তেলের একটি স্তর।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে হালদা নদীর নির্দিষ্ট কিছু এলাকায় মারাত্মক দূষণের তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, এর ফলে গত ১৯ জুন থেকে ২০ প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। যার মধ্যে ১৫ কেজি ওজনের মৃগেল, ছয় কেজি ওজনের আইড়সহ চিংড়ি মাছ রয়েছে।

বক্তারা নদীদূষণের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে অবিলম্বে এর প্রতিকার এবং হালদাকে জাতীয় নদী ঘোষণার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শামসুল হক হায়দারী। লিখিত বক্তব্য পড়েন হালদা রক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া। এতে অন্যদের মাঝে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

(জাস্ট নিউজ/এমআই/১৫০১ঘ.)