আদিবাসী কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ, ভোগান্তিতে জনসাধারণ!

আদিবাসী কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ, ভোগান্তিতে জনসাধারণ!

ঢাকা, ১০ অক্টোবর (জাস্ট নিউজ) : আদিবাসী কোটা বহালের দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের দাবি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫% কোটা বহাল করতে হবে।

গত ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

(জাস্ট নিউজ/একে/১২৪০ঘ.)