চাকরির বয়স ৩৫ বছর

দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ঢাকা, ২৭ অক্টোবর (জাস্ট নিউজ) : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতা–কর্মীরা৷ তারা শনিবার দিনভর শাহবাগ মোড়ে অবস্থান করে নিজেদের দাবির পক্ষে স্লোগান দেন৷ তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না৷ রাতেও শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস।

আদায়ে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এর আগে দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জলকামান, এপিসি গাড়িও প্রস্তুত দেখা যায়। তবে সন্ধ্যার পর পুলিশের সংখ্যা কমে যায়। সরিয়ে নিতে দেখা যায় পুলিশের জলকামান, এপিসি গাড়িও।

সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগ অবরোধ করায় দুপুর ১২টা থেকেই চারদিকের সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। চলাচলের সুবিধার্থে রাস্তায় ডাইভারসন করে গাড়ি ঘুরিয়ে দেয় ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ জামিল বলেন, ‘আমাদের দাবি একটাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করা হোক।’

তিনি বলেন, ‘৪০তম বিসিএস’র সার্কুলার হয়েছে। এ বিসিএস পরীক্ষায় ৩০ বছরের অধিক বয়সী অসংখ্য শিক্ষার্থী অংশ নিতে পারছেন না। এটা মানা যায় না। সেই দাবি আদায়ে আমরা আজ শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছি।’

তিনি আরো বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে ২০১২ সাল থেকে। শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। আমরা আশা করছি আমাদের দাবি মেনে নেয়া হবে। অবিলম্বে তা কার্যকর করে ৪০তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ তৈরি করা হোক।’

(জাস্ট নিউজ/একে/২৩২৪ঘ.)