ইয়াছিন’র জীবন বাঁচাতে এগিয়ে আসুন

ইয়াছিন’র জীবন বাঁচাতে এগিয়ে আসুন

নাম মো: ইয়াছিন হোসেন। সরকারি বিজ্ঞান কলেজের ২০১২ তম ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম.বি.এ বিভাগের শেষ বর্ষের ছাত্র। গত ঈদুল আযহার (২০১৮) দুইদিন পূর্বে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল’র হেমাটোলোজি বিভাগে প্রফেসর ডাঃ মোঃ আলমগীর এর অধীনে ভর্তি করানো হয়।

সেখানে তার সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান, ইয়াছিন হোসেনের ব্লাড ক্যান্সার Acute Myeloblastic Leukaemia (AML) হয়েছে। কেমোথেরাপির সবগুলো সাইকেল শেষ হওয়ার প্রায় এক মাসের মাথায় অাবার AML ডায়াগনোসিস হয়েছে।

এখন ডাক্তাররা বলছেন, এ অবস্থায় Bone Marrow Transplant করাই হলো একমাত্র চিকিৎসা বা উপায়।

এ পর্যন্ত ইয়াছিনের পরিবার চিকিৎসাবাবদ প্রায় ১২-১৩ লক্ষ টাকা খরচ করেছে। কিন্তু এখন ইন্ডিয়াতে নিয়ে ট্রান্সপ্লান্টেশনসহ যাবতীয় চিকিৎসা বাবদ অাপাতত তার প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু নিম্নমধ্যবিত্ত পরিবারের একার পক্ষে এত টাকা বহন করা অসাধ্য।

এমতাবস্থায় তার পরিবার সকলের সহযোগিতা কামনা করেছেন। আপনারা সময় দিয়ে, অর্থ এবং রক্ত দিয়ে তাকে সহযোগীতা করুন।

আপনাদের আর্থিক সহযোগীতা পাঠাতে পারেন: মোবাইল ও বিকাশ নাম্বার- 01981507238/ 01671403321 মো: এরশাদ হোসাইন। একাউন্ট নাম্বার 0208009005118 সোনালী ব্যাংক, কালিয়াকৈর গাজীপুর।

এমআই