ঢাবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ঢাবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‌্যালিতে আগে যাওয়া নিয়ে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে এ ঘটনা ঘটে।

এ সময় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল মারার ঘটনা ঘটে। এতে আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে গেছেন অন্তত পাঁচজন।

আহতরা হলেন- আমিনুল ইসলাম, আজিজুল, তুষার, নয়ন ও আজিম। এর মধ্যে আমিনুল ইসলামের মাথায় আঘাত ছিল। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সমাবেশ পরবর্তী র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার অতিক্রম করার সময় আগে যাওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং ঢাবির জগন্নাথ হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এক পক্ষ অন্যপক্ষের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

পরে জগন্নাথ হলের সঙ্গে যোগ দেয় সূর্যসেন হল ও এসএম হল। তারা ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে হাইকোর্ট মোড়ের দিকে নিয়ে যায়।

পরে ছাত্রলীগের সিনিয়র নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া অনুষ্ঠানস্থলের কাছে বটতলার পূর্ব পাশে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এসব বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরে অভিযোগের বিষয়ে জানতে কল দিলে রিসিভ করেননি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনও।

একে/