৬ দফা দাবিতে শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে কবি নজরুল কলেজের ছাত্র-ছাত্রীরা

৬ দফা দাবিতে শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে কবি নজরুল কলেজের ছাত্র-ছাত্রীরা

মনিরুল ইসলাম ফরাজী, স্টাফ করেসপন্ডেন্ট: জরাজীর্ণ শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল; পরিত্যাক্ত ডাফরিনকে কবি নজরুল সরকারি কলেজের হল; সরকারিভাবে কলেজকে আরো জমি দেয়া; ক্যাম্পাসে একাডেমিক ভবন বৃদ্ধি; শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা ও শিক্ষক বৃদ্ধি করাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে কবি নজরুল সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা।

আগামীকাল শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হবে। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে কবি নজরুল সরকারি কলেজের সকল (দলমত নির্বিশেষে) ছাত্র-ছাত্রীদেরকে সকাল ১০টার আগেই কলেজের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কর্মসূচির বিষয়টি কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ওরফে মোহন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার ও কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি হুমায়ুন কবির হিমু জাস্ট নিউজকে নিশ্চিত করেছেন।

এমআই