জাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ আহত ১০

জাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ আহত ১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকালে জাবি কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, তিনি আহত হলেও আঘাত গুরুতর নয়। তিনি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল ক্যাম্পাসে বসন্ত বরণ উপলক্ষে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল তার অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজীব আহমেদ রাসেলকে মারধর করেন আবু সুফিয়ান চঞ্চল।

এ খবর জানাজানি হলে চঞ্চলের হল শহীদ সালাম-বরকত হলে জড়ো হন রাসেলের অনুসারীরা। হলের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে হাজির হন। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে সালাম-বরকত হলের সামনেই চঞ্চলকে মারধর করেছিলেন রাসেল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এমআই