ঢাবিতে বাম ছাত্রজোটের ধাওয়ায় পালালো ছাত্র সমাজ

ঢাবিতে বাম ছাত্রজোটের ধাওয়ায় পালালো ছাত্র সমাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ধাওয়া দিয়েছে ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বামছাত্র সংগঠনগুলো। শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিন এলাকায় এ ঘটনা ঘটে।

বামছাত্র সংগঠনগুলোর দাবি, জাতীয় ছাত্র সমাজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন। এজন্য তাদের প্রতিহত করা হয়েছে। তবে, ছাত্র সমাজের নিষিদ্ধের বিষয়টি প্রশাসনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ২০-৩০ জনের একটি মিছিল বের করে জাতীয় ছাত্র সমাজ। এ সময় তারা এরশাদের নামে স্লোগান দেয়। তখন মধুর ক্যান্টিনে থাকা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা হঠাৎ তাদের ধাওয়া করে। পরে তাদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরাও যোগ দেন। এ সময় ছাত্র সমাজের নেতা-কর্মীরা দ্রুত পালিয়ে যায়।

পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের কলে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এসময় বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি শাজাহান আলী সাজু, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বক্তব্য রাখেন।

তারা বলেন, প্রশাসনের আস্কারাতেই ক্যাম্পাসে ছাত্র সমাজ মিছিল করার সাহস পেয়েছে। প্রশাসন না পারলে ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোই প্রতিহত করবে।

এমআই