টিএসসি থেকে শতাধিক ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার

টিএসসি থেকে শতাধিক ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার

ডাকসু নির্বাচনের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার পাশ থেকে শতাধিক ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রোরিয়াল টিম। ঢাবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডাকসু নির্বাচনে ছাত্রলীগের এক সদস্য পদপ্রার্থী ওই স্ট্যাম্পগুলো রেখে গেছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ খবর জানতে পেরে সেই স্থান থেকে স্ট্যাম্পগুলো উদ্ধার করেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল সোমবার ডাকসু নির্বাচন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। অর্থাৎ ৬ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৬ শিক্ষার্থীর ৩৮টি করে ১৬ লাখ ৪৩ হাজার ৭২৮টি ভোটগ্রহণ করা হবে।

এদিন কেন্দ্রীয় সংসদে ২২৯ প্রার্থীর মধ্য থেকে ২৫ জনকে এবং হল সংসদে গড়ে ৩০ জনের মধ্য থেকে ১৩ জনকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন ভোটাররা। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৩টি পদে মোট ৩৮টি ভোট দিতে হবে। নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। শনিবার রাত ১২টা পর্যন্ত চলে এ প্রচারণা।

এমআই