চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে দুপুর ১২টায় ক্যাম্পাসের চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এলে হামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হামলায় জড়িত পক্ষ দুটি হলো একাকার ও বাংলার মুখ। দুটি পক্ষই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। এ ছাড়া হামলার ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক জান্নাত মুমু, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান ও মুশরিক ওয়াসিফ।

হামলার বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ধীষণ প্রদীপ চাকমা বলেন, ‘ছাত্রলীগের এ ধরনের হামলার নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জান্নাত মুমু বলেন, অনিয়মের মাধ্যমে ডাকসু নির্বাচন হয়েছে। এর প্রতিবাদ জানাতে দুপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসতেই ছাত্রলীগ হামলা চালায়।

একাকারের নেতা ইমাম উদ্দিন ফয়সাল বলেন, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের বিরুদ্ধে তাঁরা কটূক্তি করেছেন। এ কারণে জুনিয়ররা প্রতিবাদ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. আখতারুজ্জামান বলেন, সামান্য ঝামেলা হয়েছিল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এমআই