ছাত্রলীগের মুখে মধু, অন্তরে বিষ : ভিপি নূর

ছাত্রলীগের মুখে মধু, অন্তরে বিষ : ভিপি নূর

ছাত্রলীগ নেতা-কর্মীদের মুখে মধু আর অন্তরে বিষ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাকসুর ভিপি বলেন, ‘ছাত্রলীগের ব্যাপারে আমাদের ওই ধরনের কোনো ব্যবস্থা নাই। কারণ তারা যখন তারা সুবিধাজনক মনে করেছে বা তাদের লাগে আমাদেরকে, তখন তারা বুকে টেনে নিয়েছে। আবার যখন মনে করে যে, এটা আমাদের শত্রু , তখন আমাদেরকে মার দিয়েছে। তার উদাহরণ গতকালকে রোকেয়া হলের সামনে আমাকে ছাত্রলীগের নেত্রীরা মেরেছিল, ৩০ জুন লাইব্রেরির সামনে আমাকে মেরেছিল এবং আজকেও আমি শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়ে টিএসসিতে এসেছি, এখানেও নেতা-কর্মীরা আমাদের ধাওয়া দিয়েছে।’

নূর আরো বলেন, ‘সুতরাং তাদের (ছাত্রলীগের) মুখে মধু অন্তরে বিষ। যে কারণে তাদেরকে বিশ্বাস করাটা খুব টাফ (কঠিন)। যারা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে, আমরা তাদেরকে ফুল দিতে চাই। কারণ আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ছাত্রলীগের সভাপতি ও ভিপি পদে পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক শোভন। ওই বক্তব্য দেওয়ার পর শোভন যান টিএসসি চত্বরে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন নূর ও বিরোধী বিভিন্ন জোটের নেতা-কর্মীরা। টিএসসিতে পৌঁছেই নূরকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন শোভন।

সেখানে ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, ‘আমরা নূরকে সার্বিক সহায়তা করব। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকব।’

এ সময় ভিপি নুরুল হক নূর বলেন, ‘তিনি (শোভন) স্বাগত জানাতে এসেছেন। অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে স্বাগত জানিয়েছি। ছাত্রলীগ সভাপতি বলেছেন, তারা আমাদের সাথে কাজ করতে চান। আমরা একসাথে কাজ করতে আগ্রহী।’

এমআই