দায়িত্ব নেয়ার দিনে ডাকসুকে লাল কার্ড প্রদর্শন

দায়িত্ব নেয়ার দিনে ডাকসুকে লাল কার্ড প্রদর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির প্রতিবাদে সংসদীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

এরপর বেলা সোয়া ১২টার দিকে ডাকসুর কার্যকরী সভা শেষ হলে তারা ডাকসু ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় নির্বাচন বাতিল কলে পুণরায় তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টায় ডাকসুর প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে ভিপি নুরুল হক নুরসহ ডাকসুর নবনির্বাচিত নেতারা অংশ নেন। ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে শুরু হওয়া এই বৈঠকের সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

দীর্ঘ তিন দশক পর গত ১১ মার্চ ডাকসু এবং ১৮টি হল সংসদের নির্বাচন শেষ হয় কারচুপি ও অনিয়মের অভিযোগে কয়েকটি প্যানেলের বর্জনের মধ্যে দিয়ে।

এমজে/