জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে জেলা প্রশাসকের কাছে উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর পদত্যাগ বা ভিসিকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। এ ছাড়া স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছে। এ সময়ে যদি ভিসিকে প্রত্যাহার করে না নেয়া হয় তা হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভকালে শিক্ষার্থীরা ভিসি এসএম ইমামুল হকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে গালি দিলে আন্দোলন আরও বেগবান হয় এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও হল ত্যাগ না করে টানা সাত দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এতে করে পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে।

এমজে/