ছাত্রলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি

কবি নজরুল কলে‌জে বহিরাগতদের হামলা, ভাঙচুর

কবি নজরুল কলে‌জে বহিরাগতদের হামলা, ভাঙচুর

বহিরাগতদের হামলায় কবি নজরুল সরকারি ক‌লে‌জের ২ শিক্ষার্থী আহত হয়েছে। এসময় হামলাকারীরা শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়েছে। সোমবার বিকাল তিনটার দিকে কবি নজরুল সরকারি ক‌লে‌জে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কবি নজরুল সরকারি কলেজে ছাত্রলীগের কর্মী মেহেদী হাছান রিয়াদ ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক স্বপ্নীল আহমেদ কামালের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ভিক্টোরিয়া পার্কে কথা কাটাকাটি হয়। এসময়ে রিয়াদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েক জনকে ফোন দিয়ে স্বপনীলকে ধাওয়া দিয়ে কবি নজরুল কলেজের ক্যাম্পাসে নিয়ে আসে।

পরে জ‌বি ছাত্রলী‌গের কিছু কর্মী কবি নজরুল ক‌লে‌জের ভিত‌রে যায় এবং ভাংচুর করে। কলেজের বি-ভবন, এ-ভবনের হামলা চালিয়ে এক‌টি বিল‌বোর্ড, এক‌টি দরজা, গা‌ছের টবসহ প্রায় ১৫ টি মোটরসাই‌কেল ও সিসি টিভি ক্যামেরা ভাঙচুর ক‌রে। জানা যায়, এসময় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার ক্যাম্পাসে ছিলেন।

এ ব্যাপা‌রে কবি নজরুল সরকারি ক‌লে‌জ ছাত্রলী‌গের সভাপ‌তি হাবিবুর রহমান মোহন গণমাধ্যমকে ব‌লেন, ‘আমরা প্রশাস‌নকে ব‌লে‌ছি প্রসাশ‌নিকভা‌বে তারা ব্যবস্থা ‌নিবে।’

এবিষয়ে কবি নজরুল সরকারি কলেজের ভাইস- প্রিন্সিপাল খালেদা নাসরিন গণমাধ্যমকে বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশের হাতে ভিডিও ফুটেজ তুলে দেয়া হয়েছে। আমার শিক্ষা সচিবকেও বিষয়টি অবগত করবো। কালকে (মঙ্গলবার) কলেজে মিটিং আছে। মিটিং এর পর আমরা এবিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবো।’

এবিষয়ে সুত্রাপুর থানার ওসি আশরাফুল উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা পুলিশ প্রশাসন সেখানে গিয়েছি। কলেজ কর্তৃপক্ষ থেকে সিসিটিভির ফুটেজ নেয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করে এর ব্যবস্থা নেয়া হবে।’

এমআই