ববিতে ভিসির পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ববিতে ভিসির পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা ৬টায় শহীদ আব্দুর রাব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত।

সিফাত বলেন, তারা বিভাগীয় কমিশনারের আমন্ত্রণে বৈঠকে বসেছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রবিবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং উপাচার্যকে অবসরে পাঠিয়ে নতুন উপাচার্য দেয়া হবে। তারা সিদ্ধান্ত মেনে নিলেও ওসময় সাধারণ শিক্ষার্থীদের মতামত নিতে পারেনি।

তিনি বলেন, এ জন্য সবার সিদ্ধান্ত হলো, উপাচার্যের পদত্যাগ বা অবসরে যাওয়ার বিষয়টি লিখিত না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ ধারাবাহিকতায় রোববার ১৩তম দিনে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।

এমআই