কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কর্মশালা অনুষ্ঠিত

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কর্মশালা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কবি নজরুল সরকারি কলেজে দুই দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৫ ও ২৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও  উক্ত কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার। সমিতির সভাপতি মাইন উদ্দিন আরিফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সকাল ৯ টায় কর্মশালা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

কর্মশালায় সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় দেশি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেন।

কর্মশালায় ১ম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ মেনন খান, নির্বাহী সম্পাদক, সারাবাংলা ডটনেট। সজীব সাদিক, চিফ ইনচার্জ (ন্যাশনাল ডেস্ক), মাছরাঙা টেলিভিশন। এ এস এম সুজা উদ্দিন, ফ্রিল্যান্স ফ্যাক্ট ফাইন্ডার। রহমান মুস্তাফিজ, সিনিয়র রিপোর্টার। ২য় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন, জুলফিকার আলী মানিক, প্ল্যানিং কনসালটেন্ট, বৈশাখী টেলিভিশন। হাবিব রহমান, ক্রাইম রিপোর্টার দৈনিক আমাদের সময়। এস এম সুমন, চীফ রিপোর্টার বৈশাখী টেলিভিশন এবং আলী আজম, অপরাধ বিষয়ক প্রতিবেদক, বাংলাদেশ প্রতিদিন।

কর্মশালায় প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মোহাম্মদ সামসুজ্জামান বাবু উপ-পুলিশ কমিশনার ওয়ারী জোন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।  এবং দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহীম খান উপ-পুলিশ কমিশনার লালবাগ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উপস্থিত ছিলেন, সূত্রাপুর থানার ওসি কে এম আশরাফ উদ্দিন এবং আমিনুল বাসার পিপিএম সূত্রাপুর থানা, ঢাকা মেট্রোপলিটন।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির। দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক আহসান জুবায়ের। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তবিবুর  রহমান সহ-সভাপতি কেফায়েত শাকিল ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ফরাজী, সবুজ আলম ফিরোজ এবং কমিটির সদস্যবৃন্দ।

এমআই