ঢাবির ৫২ শিক্ষার্থীকে বহিষ্কার

ঢাবির ৫২ শিক্ষার্থীকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের ৫২ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম (সিন্ডিকেট) সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করে ওই সিন্ডিকেট সদস্য জানান, ৫২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। কাউকে স্থায়ী বহিষ্কার করা হয়নি।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় অসধুপায় অবলম্বনসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ৫২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় চূড়ান্ত হয়েছে।

এর আগে ৫২ জনকে বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)। বহিষ্কৃতদের মধ্যে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন।

এমআই