এক মাসের ছুটিতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ

এক মাসের ছুটিতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ

যায়েদ হোসেন মিশু, কেএনজিসি: পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল- ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ এক মাসের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজ।

আগামী ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ'র সকল ক্লাস বন্ধ থাকবে।

কলেজ গুলোর অধ্যক্ষের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২১ মে (মঙ্গলবার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত কলেজের সকল ক্লাস বন্ধ থাকবে।

তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগ সমূহ খোলা থাকবে এবং একাদশ শ্রেণির ভর্তি, অনার্স ও মাস্টার্স শ্রেণির ফরম পূরণ ও এইচএসসির ব্যবহারিক পরীক্ষার যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে।

উল্লেখ্য: ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে এই ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

এমআই