নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: প্রতিবাদে রবিবার মানববন্ধন করবে কোটা আন্দোলনকারীরা

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: প্রতিবাদে রবিবার মানববন্ধন করবে কোটা আন্দোলনকারীরা

প্রথম ও দ্বিতীয় ধাপে সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (কোটা সংস্কার আন্দোলন)।

রবিবার ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২ টায় এই মানববন্ধন শুরু হবে। এছাড়াও সারা দেশের প্রতিটি জেলায় একই সময়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কর্মসূচীর কথা জানান।

এবারের শ্লোগার দেয়া হয়েছে ‘আর নয় প্রশ্নফাঁস, এবার হবে প্রতিবাদ’ চলো নামি যুদ্ধে, প্রশ্নফাঁসের বিরুদ্ধ’।

এমআই