জাবি উপাচার্যের চ্যালেঞ্জ: ‘ছাত্রলীগ মিথ্যা গল্প ছুড়েছে’

জাবি উপাচার্যের চ্যালেঞ্জ: ‘ছাত্রলীগ মিথ্যা গল্প ছুড়েছে’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে ছাত্রলীগ মিথ্যা গল্প ছুড়েছে’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

জাবি উপাচার্য বলেন, ‘ছাত্রলীগ মিথ্যা গল্প ছুড়েছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এ বিষয়ে আমি তদন্ত করতে বলব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে, মাননীয় আচার্যকে। আমি যাব তাদের কাছে। এতে আমার কোন সমস্যা নেই।’

তিনি আরো বলেন, অর্থ লেনদেনের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট একটি গল্প। টাকা পয়সা নিয়ে তাদের সাথে আমার কোন কথা হয়নি। তারা তাদের মত করে কাজ করে। তারা কার কাছে কমিশন পায় বা না পায় তা আমি জানিনা।

উপাচার্য বলেন, এ বিষয়ে তারা (ছাত্রলীগের দুই নেতা) আমাকে ইঙ্গিত দিলে আমি বলি, তোমরা টাকা পয়সা নিয়ে কোনও আলাপ আমার সাথে করবে না। তোমরা যা চাও তা তোমাদের মত কর। এ বিষয়ে প্রধানমন্ত্রীও জানেন।