ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের এখতিয়ার ডাকসুর নেই: ভিপি নুর

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের এখতিয়ার ডাকসুর নেই: ভিপি নুর

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেই বলে বিবৃতি দিয়েছেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুর।

শুক্রবার রাতে এই বিবৃতি গণমাধ্যমে পাঠান তিনি।

বিবৃতিতে ভিপি নুর বলেছেন, ‘সংবিধান মেনে এবং নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে যে সকল ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজনীতি করছেন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার কোনো এখতিয়ার ডাকসুর নেই। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না করে উগ্রপন্থী, সন্ত্রাসী ও মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরণের কার্যক্রম চালাতে না পারে সে জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’

বিবৃতিতে ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়নি জানিয়ে নুর আরো বলেন, ‘অবৈধভাবে ভর্তি হওয়া ছাত্রলীগের ৩৪ জন ও গোলাম রাব্বানীর জিএস পদে থাকা নিয়ে প্রশ্ন তুললে আমার উপর আক্রমণাত্মক ভাবে কথা বলা হয়। এ সময় আমি মিটিং থেকে বেরিয়ে যাই। পরে আমার সম্মতি ছাড়াই এমন সিদ্ধান্ত নেয়া হয়।’

এ বিষয়ে ডাকসু ভিপি নুর বলেন, ‘গতকাল আমার বক্তব্য অনেকেই আংশিক ছেপেছে। যার ফলে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই আজ ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমার বক্তব্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলাম। কেউ যেন বিভ্রান্ত না হয় সেজন্যই আমার এই প্রেস বিজ্ঞপ্তি।’

এমআই