ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

থমথমে অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন

থমথমে অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

ওই হামলার জের ধরে আজ (সোমবার) ক্যাম্পাসে দু-পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে যে কোনো ধরনের পরিস্থিত মোকাবেলায় ক্যাম্পাসে ইউনিফর্মধারী অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।

সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্পটে পুলিশের সতর্ক অবস্থান ও প্রহরা দেখা গেছে।

গতকাল রবিবার দুপুর ১টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী ওই হামলা চালান। এই মঞ্চের অধিকাংশ সদস্যই ছাত্রলীগের নেতা-কর্মী। হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৩২ জন আহত হন।