পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২০ ও ২১ ডিসেম্বর

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২০ ও ২১ ডিসেম্বর

পবিপ্রবি, ৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৩ পরীক্ষার্থী।

পবিপ্রবির ভর্তি কমিটির তথ্যানুসারে এবার তিন ইউনিটে ৭২০ আসনের বিপরীতে ১৬ হাজার ২৮৬ জন আবেদন করেছেন।

তাদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৬০ আসনের বিপরীতে গড়ে ১৬ জন করে ৮ হাজার ৯৪৭ জন, ‘বি’ ইউনিটে ৯০ আসনের বিপরীতে গড়ে ২৪ জন করে ২ হাজার ২০০ জন এবং ‘সি’ ইউনিটে ৭০ আসনের বিপরীতে গড়ে ৭৩ জন করে ৫ হাজার ১৩৯ জন আবেদন করেছেন।

ভর্তিসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর বেলা ১১টায়, ‘বি’ ইউনিট ২১ ডিসেম্বর বেলা ১১টায় ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

(জাস্ট নিউজ/জেআর/২৩০৫ঘ.)