জাফর ইকবালকে ছুরিকাঘাত, ওসমানী মেডিকেলে ভর্তি

জাফর ইকবালকে ছুরিকাঘাত, ওসমানী মেডিকেলে ভর্তি

সিলেট, ৩ মার্চ (জাস্ট নিউজ) : বিশিষ্ট লেখক, কথা সাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ডা. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬ জন পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জাফর ইকবাল। এ সময় পেছন থেকে এক ছাত্র এসে তাকে ছুরিকাঘাত করেন। এতে ঢলে পড়েন বিশিষ্ট এই কথা সাহিত্যিক। তবে উপস্থিত অন্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে ছুরিকাঘাতকারী শিক্ষার্থীকেও আটক করে বিশ্ববিাদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।

তবে এর একদিন আগে শুক্রবার ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে তিনি নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি র‌্যাগিংয়ের নামে নবীন শিক্ষার্থীদের নির্যাতনের জন্য জাতির কাছে শিক্ষক হিসেবে নিজে ক্ষমা প্রার্থনা করেন। সেই সাথে বলেন, যারা এ কাজ করেছে, উচিৎ ছিল তাদেরকে পুলিশে দেয়া।

(জাস্ট নিউজ/একে/১৮২৫ঘ.)