শুধু ঘোষণা নয়, প্রধানমন্ত্রীকে সময়সীমাও বলতে হবে

শুধু ঘোষণা নয়, প্রধানমন্ত্রীকে সময়সীমাও বলতে হবে

ঢাকা, ১১ এপ্রিল (জাস্ট নিউজ) : সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দিলেই হবে না, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান একথা জানান। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে শাহবাগে চলমান বিক্ষোভ আন্দোলনের নেতা রাশেদ খান আরো বলেন, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করলেই আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৮ এপ্রিল থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

(জাস্ট নিউজ/একে/১৯১৯ঘ.)