কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

বৃহস্পতিবার ‘সিদ্ধান্ত’ জানাবেন আন্দোলনকারীরা

বৃহস্পতিবার ‘সিদ্ধান্ত’ জানাবেন আন্দোলনকারীরা

ঢাকা, ১১ এপ্রিল (জাস্ট নিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে আজ বুধবার রাতে আলোচনায় বসবে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ‘সিদ্ধান্ত’ জানাবেন আন্দোলনকারীরা।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক এ কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। আমরা তা শুনেছি। তা কতটুকু আইনসঙ্গত আমাদের কেন্দ্রীয় কমিটি তা অ্যানালাইসিস করে বৃহস্পতিবার সকাল ১০টায় এই রাজু ভাস্কর্যে সিদ্ধান্ত জানাব। আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।’

তবে রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত আন্দোলনকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যে হতাশা দেখা দেয়।

আন্দোলনে জড়িত একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা চেয়েছি কোটা সংস্কার। আর প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছেন। তা ছাড়া তিনি স্পেশাল নিয়োগের কথাও বলেছেন। আমাদের যে দাবিগুলো ছিল তা পূরণ হয়নি।’

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ কয় দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ। পরীক্ষা বন্ধ হলো। রাস্তায় যানজট। সাধারণ মানুষের দুর্ভোগ। মানুষ কষ্টে থাকবে কেন। কোটা পদ্ধতি থাকারই দরকার নেই। আমি কেবিনেট সেক্রেটারিকে বলেই দিয়েছি, সংশ্লিষ্টদের নিয়ে বসে সিদ্ধান্ত নিতে।’

(জাস্ট নিউজ/একে/১৯২৫ঘ.)