কোটা সংস্কার নেতা সোহেলের ওপর ছাত্রলীগের হামলা

কোটা সংস্কার নেতা সোহেলের ওপর ছাত্রলীগের হামলা

জবি, ২৩ মে (জাস্ট নিউজ) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক এপিএম সোহেলের ওপর হামলা হয়েছে।

বুধবার বিকালে জবি ক্যাম্পাস থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হামলার শিকার হন তিনি।

পরে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এতথ্য নিশ্চিত করেছেন।

পরিষদের এক যুগ্ম-আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বিকাল ৩টার দিকে সোহেলের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসময় রড ও লাঠির আঘাতে সোহেলের ঠোঁট ও নাক ফেটে গেছে। তাছাড়া পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটে পাঁচটি সেলাই করা হয়েছে।

ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তার দেখাশুনা করছে। হামলাকারী খুঁজে বের করার চেষ্টা চলছে। হামলাকারীরা চিহ্নিত হলে ব্যবস্থা নেয়া হবে।

(জাস্ট নিউজ/একে/২২০৮ঘ.)