ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা, ৩ জুলাই (জাস্ট নিউজ) : চাকরির কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও শীর্ষ নেতা রাশেদ খানসহ গ্রেফতারকৃত সকলের মুক্তি এবং দ্রুত কোটা সংস্কার প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টায় বিএম কলেজ ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তারা দাবির স্বপক্ষে নানা স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে বিএম কলেজ রোডে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের বুঝিয়ে ক্যাম্পাসে পাঠিয়ে দেয়। ঘন্টাব্যাপী আন্দোলনকালে শিক্ষার্থীরা দ্রুত কোটা সংস্কার প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান।

এর আগে একই দাবিতে সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে ছাত্রফন্ট। মানববন্ধন থেকে ঢাকাসহ সারাদেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তিসহ দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৬২৮ঘ.)