ক্যাম্পাসে আমরা আর কতদিন মার খাবো?

ক্যাম্পাসে আমরা আর কতদিন মার খাবো?

ঢাকা, ১৮ জুলাই (জাস্ট নিউজ) : সারা দেশের সব ক্যাম্পাসের ছাত্র ও শিক্ষকদের ওপর হামলাকারীদের শনাক্ত করে বিচার, গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ সম্মিলিতভাবে মানববন্ধন করেছে।

বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া এই মানববন্ধন চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‌‘শিক্ষা ও হাতুড়ি একসঙ্গে চলতে পারে না’, ‘নিরাপত্তা আগে ক্লাস পরে’, ‘হামলাকারীদের স্থায়ীভাবে বহিষ্কার করো’, ‘সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই’, ‘ক্যাম্পাসে আমরা আর কতদিন মার খাবো’ লেখা সম্বলিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, ‌‘সরকারের উপর মহলের কথায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করছে ছাত্রলীগ। এর বিচার চাইতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীরা আন্দোলন করতে অনুমতি নেইনি কেন? আমরা কার কাছে বিচারের দাবি জানাবো? এর বিচার করার কেউ নেই। আমরা আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাবো। তাই আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।’

(জাস্ট নিউজ/এমআই/১৩২০ঘ.)