কোটা সংস্কার: জাবিতে ৪ দফা দাবিতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন

কোটা সংস্কার: জাবিতে ৪ দফা দাবিতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন

ঢাকা, ১৯ জুলাই (জাস্ট নিউজ) : চার দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখে ও হাতে কালো কাপড় বেধে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

মানববন্ধনে এসময় প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি গুলো হলো- অবিলম্বে কোটার যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি দাও, শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচার করো ও ধর্ষণের হুমকি দাতাদের শান্তি নিশিচত করো।

অবিলম্বে দাবি গুলো বাস্তবায়ন না করা হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।

(জাস্ট নিউজ/এমআই/১২৩২ঘ.)