জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

ঢাকা, ২১ জুলাই (জাস্ট নিউজ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের বিকেল পৌনে পাঁচটায় মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির সহকর্মী শান্ত দাস বলেন, জগন্নাথ হলের ভেতরে পুরোনো আটতলা সন্তোষ ভট্টাচার্য ভবনের ওপরের নির্মিতি দুইতলায় কাজ করতেন তারা। আজকে নবম তলার বাইরে পাশে মাচা বেঁধে দেয়ালের কাজ করছিলেন স্বপন ও মাইদুল। এ সময় হঠাৎ মাচা থেকে তাঁরা দুজনেই ভবনের একেবারে নিচে পড়ে যান।

এতে দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত স্বপনের বাড়ি পাবনা ও মাইদুলের বাড়ি রংপুরে। জগন্নাথ হলের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তাঁরা। এক মাস ধরে তাঁরা ওখানে কাজ করতেন বলে জানান সহকর্মীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাচ্চু মিয়া দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অভিহিত করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/২২২০ঘ.)