শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাবি সাদা দলের মানববন্ধন

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাবি সাদা দলের মানববন্ধন

রাবি, ৬ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন (সাদা দল)।

সোমবার সকাল সাড়ে ১০ টায় সিনেট ভবনরে সামনে মানববন্ধন করে রাবি সাদা দলের শিক্ষকরা।

দলটির আহব্বায়ক অধ্যাপক এনামুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা বেগম, রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ উজ জামান প্রমুখ।

এসময় বক্তারা নিরাপদ সড়ক আইন দ্রুত বাস্তবায়ন ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছে তখন কতিপয় দূর্বৃত্ত, সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়েছে, গুলি বর্ষণ করেছে। শিক্ষার্থীদের নায্য দাবি দমনে যে হামলা চালানো হয়েছে তার প্রতি ধিক্কার জানাই।

এছাড়া নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে প্রয়োজনে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দেন দলটির শিক্ষকরা।

(জাস্ট নিউজ/এমআই/১৩৪০ঘ)