তিন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

তিন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ঢাকা, ১১ সেপ্টেম্ব (জাস্ট নিউজ) : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহজীদা নাজনীন অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা স্কুলের ভেতরে এসে সেলফি তুলতে গিয়ে মেয়েদের গায়ে গিয়ে পড়ে। তখন আমিসহ তিন শিক্ষক তাদের বাধা দেই। এসময় সোহান এসে নিজেকে হলের সভাপতি পরিচয় দেয়। আমিও একসময় ছাত্রলীগের নেতৃত্বে দায়িত্বে ছিলাম বলেও তাকে বলি। একপর্যায়ে সে কুরুচিপূর্ণ আচরণ করে এবং লাঞ্ছনা করে। এসময় আমার সহকর্মীরা কথা বলতে আসলে তাদের সাথেও খারাপ আচরণ করে।

জানা গেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জন্মবার্ষিকী উপলক্ষে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে গ্রাফিক্স নোবেল, ছোটদের মুজিব কোট ও কেক বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ল্যাবরেটরি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক শাহজীদা নাজনীন, মুমিনুল ইসলাম ও সাবিয়া আফরোজ সানী। একপর্যায়ে ছাত্রলীগের নেতারা সেলফি তুলতে গিয়ে স্কুলের ছাত্রীদের ওপর গিয়ে পড়ে। তখন ছাত্রলীগ নেতাদের নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন এ তিন শিক্ষক। এসময় ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি সোহানুর রহমান সোহান নিজের পরিচয় দেন। একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় তিনি তিন শিক্ষককে লাঞ্ছিত করেন এবং কুরুচিপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহানুর রহমান সোহান বলেন, সেখানে সবাই সেলফি তুলছিল। আমি পেছনে ছিলাম। কিন্তু দেখি এই আপু হঠাৎ চিৎকার শুরু করেন। আমি তাকে বলি যে চিৎকার করেন কেন? তখন তিনি ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন বলে পরিচয় দেন। আর আমার সাথে খারাপ আচরণ করেন। পরে আমি কোনও কথা না বলে সরে আসি।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল ইসলাম শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

(জাস্ট নিউজ/একে/২৩২৬ঘ.)