প্রজ্ঞাপনের দাবি: ঢাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

প্রজ্ঞাপনের দাবি: ঢাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : সরকারের কাছে ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

বুধবার ‘কোটা সংস্কার’ প্রজ্ঞাপন জারি না করে ৪০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রতিবাদে ও ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স লাইব্রেরি থেকে সকাল সাড়ে ১০টায় এই বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে কিছুক্ষণের জন্য অবস্থান নেয়। এরপর সেখান থেকে মিছিল নিয়ে আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান গ্রহণ করে।

এই সময় শিক্ষার্থীরা প্রজ্ঞাপনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। ‘রব উঠেছে চারদিকে, প্রজ্ঞাপন দিতে হবে’ ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ৩ দফা দাবি হল-

* ৫ দফার আলোকে যৌক্তিক কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি।

* সকল মিথ্যা মামলা প্রত্যাহার।

* আন্দোলনে হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবি।

(জাস্ট নিউজ/এমআই/১২০০ঘ.)